নিজস্ব প্রতিনিধিঃএকটি অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ চায় বাংলাদেশ জামায়াতে ইসলাম।২১ অক্টোবর ২০২৫ ইং রোজ মঙ্গলবার রাত ৮.০০ টায় মনিরামপুর উপজেলার ৩নং ভোজগাতী ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি ওহেদুজ্জামান চন্ঞ্চল ১নং ও ২নং ওয়ার্ড কালি মন্দির পরিদর্শন কালে এসব কথা বলেন।
এসময় তিনি কালি মন্দির পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় ও শুভ দিপাবলীর শুভেচ্ছা জানান এবং তাদেরকে উপহার হিসেবে একটি সিলিং ফ্যান প্রদান করেন।
এসময় ৩নং ভোজগাতী ইউনিয়ন জামায়তের যুব বিভাগের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যুব বিভাগের সভাপতি ওহেদুজ্জামান চন্ঞ্চল আরো বলেন আমাদের কেন্দ্রীয় আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন, ধর্ম দিয়ে আমাদের বিভাজন করা সম্ভব নয়। বিগত ১৭ বছর আপনাদের পাশে আমাদের আসতে দেওয়া হয়নি। আপনাদের যে কোন সমস্যায় আমরা আপনাদের পাশে আছি এবং থাকবো।

