নিজস্ব প্রতিনিধিঃআজ ৬ অক্টোবর ২০২৫ ইং রোজ সোমবার ইসলামী ব্যাংকের নওয়াপাড়া ইসলামী ব্যাংক লিঃ এর সামনে আজ সকালে ২০১৭-২০২৪ সাল পর্যন্ত ব্যাংক লুটেরা ও মাফিয়া এসআলম কর্তৃক নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের অনতিবিলম্বে ছাটাইয়ের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে। এ সমাবেশে গ্রাহকেরা বলেন,বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট, জালিম ও সৈরাচারী শেখ হাসিনার সরকার ইসলামী ব্যাংক কে জোর করে দখল করে নিয়ে অসৎ, অদক্ষ, অনৈতিক, অনাদর্শিক লোকদের কে অবৈধ ভাবে নিয়োগ দিয়ে ব্যাংক টিকে তলাবিহীন ঝুড়িতে পরিনত করেছে।
এসময় বক্তারা প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস কে হুশিয়ারী করে বক্তারা বলেন ঐ সমস্ত দুর্নীতিকারী,লুটেরা, অসৎ কর্মকর্তাদের কে ব্যাংক থেকে অপসারণ করে ইসলামী ব্যাংক টাকে আবারও সুস্থ ধারায় ফিরিয়ে আনার আহবান জানান।
এবং মানবতার কল্যাণে একটি সুস্থ ধারার, কল্যাণমুখী ব্যাংকিং ব্যবস্থা বাংলাদেশের মানুষ চায়।

