নিজস্ব প্রতিনিধিঃএকটি সুন্দর, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তার ধারাবাহিকতায় মনিরামপুর,
উপজেলার রোহিতা, ইউনিয়নএর পলাশী কালি মন্দির ও পট্টি বাসিদেবপুর কালি মন্দির পূজা উদযাপন কমিটির সাথে এবং হিন্দু সম্প্রদায় গোষ্ঠীর সাথে শুভ দিপাবলীর শুভেচ্ছা জানাতে এবং সার্বিক সহযোগিতা প্রদানে পরিদর্শনে যান রোহিতা ইউনিয়নের কৃতি সন্তান মনিরামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব সাইদুল ইসলাম ও তার সফর সঙ্গী মনিরামপুর উপজেলা যুবদল ও ছাত্রদলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় সাইদুল ইসলাম বলেন,” বাংলাদেশের কিছু দল আমাদের মধ্যে বিভাজন তৈরী করতে চায় তারা মনে করে ভারত মানে হিন্দু পন্থী আর মুসলিম মানে পাকিস্তান পন্থি।কিন্তু আমাদের নেতা তারেক রহমান বলেন আমরা সবাই বাংলাদেশ পন্থী”।

