স্থানীয় নিজস্ব প্রতিবেদক, হামিদপুর
মোঃ জুম্মান হোসেনঃ
যশোরের হামিদপুর আল হেরা কলেজ মাঠে ফুটবল খেলতে খেলতে হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক তরুণ শিক্ষার্থী। এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে।
নিহত তরুণের নাম মুস্তাকিম (১৭), তিনি যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের হামিদপুর বাজারসংলগ্ন এলাকার বাসিন্দা। মুস্তাকিম তালবাড়িয়া ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার পিতা ইয়াকুব একজন স্থানীয় ইজিবাইক চালক।
জানা গেছে, পড়াশোনার পাশাপাশি মুস্তাকিম একটি বেসরকারি প্রতিষ্ঠানে খণ্ডকালীন চাকরি করতেন। জীবনের এই সংগ্রামী পথে হঠাৎ থেমে গেলো তার সব স্বপ্ন। ফুটবল খেলতে নেমে খেলার মাঝপথেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
“ঐ স্থান থেকে দ্রুত যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃ*ত ঘোষণা করেন।”
তার লাশ বাড়িতে পৌঁছালে এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া। স্থানীয় মানুষ, শিক্ষক-বন্ধু এবং আত্মীয়স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।
এ ঘটনায় পুরো এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে। মুস্তাকিমের অকাল মৃত্যুতে সবাই হতবাক ও শোকাহত।
সম্পাদক ও প্রকাশক কতৃক প্রকাশিত
ইমেইল: dailybondhonnews@gmail.com
মোবাইল : 01778268901
Copyright © 2025 দৈনিক বন্ধন. All rights reserved.