মণিরামপুর প্রতিনিধিঃ যশোর সদর উপজেলা ও মণিরামপুর উপজেলার সীমানা মধ্যবর্তী কুয়াদা বাজারে ২ অক্টোবর মধ্যরাতে বৈদ্যুতিক শর্টসার্কিট হতে হঠাৎ অগ্নিকান্ডে ২টি দোকানের ৩ লক্ষ টকার ক্ষতি হয়েছে। তথ্যমতে,বৃহস্পতিবার দূর্গাপূজার বিজয় দশমীর জন্য পুরো বাজার অন্যদিনের চেয়ে আরো আগে বন্ধ হয়ে গেছিলো।
১টি চায়ের দোকান ও ১টি মাংসের দোকানে হঠাৎ এ অগ্নিকান্ডে আতংকিত হয়ে ফায়ার সার্ভিসের কর্মীরদের ফোন করলে তারা যেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ২টি দোকানের সব পুড়ে ছায় না হলেও যা ক্ষতি হয়েছে তা প্রায় ৩ লক্ষ টাকার সমান
মণিরামপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ সাফায়েত হোসেন জানান,আমরা সময় মত পৌছুতে পেরে আল্লাহর রহমতে সেভ করেছি।না হলে আরো ভয়ংকর কিছু হতে পারতো।
সম্পাদক ও প্রকাশক কতৃক প্রকাশিত
ইমেইল: dailybondhonnews@gmail.com
মোবাইল : 01778268901
Copyright © 2025 দৈনিক বন্ধন. All rights reserved.