নিজস্ব প্রতিনিধিঃ
২০২৫-২৬ অর্থবছরে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ পরিকল্পনা এর আওতায় কৃষক সংগঠনের অবহতিকরণ, পরিকল্পনা প্রণয়ন ও মূল্যায়ন কর্মশালা আজ (১০ আগস্ট ২০২৫) বিকাল ৪টায় মনিরামপুর উপজেলার ১নং রোহিতা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার আয়োজন করে মনিরামপুর উপজেলা কৃষি অফিসারের কার্যালয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার শারমিন সাহানাজ। এছাড়া কৃষি উপসহকারী তুহিন কুমার বিশ্বাস ও লোপা মন্ডল বিশ্বাস, বিভিন্ন ওয়ার্ডের সম্মানিত ইউপি সদস্যবৃন্দ, কৃষক ভাই-বোন এবং কৃষক দলনেতারা উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের সদস্য জামাল হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা এবং বিভিন্ন ওয়ার্ডের কৃষক দলনেতারা। কর্মশালায় সভাপতিত্ব করেন ১নং রোহিতা ইউনিয়ন পরিষদের সচিব কৃষ্ণ গোপাল মুখার্জি এবং সঞ্চালনা করেন ইউপি সদস্য রেজাউল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা কৃষির টেকসই উন্নয়ন, কৃষক সংগঠনের কার্যকর ভূমিকা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কর্মশালার শেষে উপস্থিত কৃষকদের সম্মানী ভাতা ও নাস্তা প্রদান করা হয়।
সমাপনী বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা এ আয়োজনের প্রশংসা করে বলেন, “কৃষকের সংগঠিত ও পরিকল্পিত উদ্যোগই টেকসই কৃষি সম্প্রসারণের মূল চাবিকাঠি।”
সম্পাদক ও প্রকাশক কতৃক প্রকাশিত
ইমেইল: dailybondhonnews@gmail.com
মোবাইল : 01778268901
Copyright © 2025 দৈনিক বন্ধন. All rights reserved.