নিজস্বপ্রতিনিধিঃ মনিরামপুর উপজেলার ৩নং ভোজগাতী ইউনিয়নে চালকিডাংগা বাজারে ”সম্প্রীতি ফাউন্ডেশন” এর আয়োজনে ১১ই অক্টোবার রোজ শনিবার সর্বসাধারণের জন্য ‘ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ওয়াল্টন শোরুমের পেছনে আয়োজিত এ ক্যাম্পে বিনামূল্যে চোখের চিকিৎসা নিতে ভিড় জমায় শত শত মানুষ।সকাল ৯.৩০টা থেকে দুপুর ১.০০টা পর্যন্ত এ চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপি এই ক্যাম্পে প্রায় ৩০০ রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয় যার মধ্যে ৫৭ জন কে বিনা মুল্যে ছানি অপারেশনের জন্য শনাক্ত করা হয়।
উক্ত চক্ষু চিকিৎসা ক্যাম্পে উপস্থিত ছিলেন সম্প্রীতি ফাউন্ডেশনের সভাপতি ব্যাংক কর্মকর্তা আবু বাক্কার সিদ্দীক, আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা কাশিমনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাসানুজ্জামান, মোঃ আব্দুল মান্নান দফাদার সহ সভাপতি এইচ এম শামীম, সেক্রেটারি বাকি বিল্লাহ ফিরোজ, কোষাধ্যক্ষ ওহেদুজ্জামান চঞ্চল, সদস্য মামুনুর রশিদ খানসহ আরও অনেকে। এসময় আগত রোগীরা বলেন সম্প্রীতি ফাউন্ডেশন সবসময় আমাদের সুখে দুঃখে পাশে থাকে।
এ সময় সম্প্রীতি ফাউন্ডেশনের সভাপতি আবু বাক্কার সিদ্দীক বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সাধারণ মানুষের জন্য এ ক্যাম্পের আয়োজন করেছে সম্প্রীতি ফাউন্ডেশন
দেশের বহু মানুষ চোখের নানা ধরনের দৃষ্টি সমস্যায় ভুগছেন। কিন্তু অনেকেই অর্থাভাবে চিকিৎসা নিতে পারছেন না। তাই আমরা বিনা মূল্যের চক্ষু ক্যাম্পের আয়োজন করি। এ আয়োজনে সব শ্রেণীর মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদেরঅনুপ্রাণিত করেছে। আগামীতে এ ধরনের কার্যক্রম আরো অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান।

