সরকারি মাইকেল মধুসূদন কলেজ, যশোর গণিত বিভাগ | অনন্তধারা ২৯ ব্যাচ “সমাপ্তি নয়, একটি নতুন সূচনা” – এই ভাবনাকে হৃদয়ে ধারণ করে অনুষ্ঠিত হয়ে গেল গণিত বিভাগের অনন্তধারা ২৯ ব্যাচের বিদায় অনুষ্ঠান। অনুষ্ঠানটি ছিলো আবেগ, শ্রদ্ধা, আনন্দ ও গর্বের এক অনন্য মেলবন্ধন। সাজসজ্জা, ফটোসেশন, রঙ ছোঁয়া মুহূর্ত, স্মরণিকা ও ক্রেস্ট বিতরণ—সবকিছু মিলিয়ে দিনটি হয়ে উঠেছিলো অতুলনীয়। ছেলেরা পরেছিল নেভি ব্লু রঙের পাঞ্জাবি, মেয়েরা ছিল স্কাই ব্লু শাড়িতে—সামঞ্জস্যপূর্ণ সাজে সজ্জিত হয়ে অংশ নিয়েছিল এই শুভ বিদায়ের আয়োজনে।স্মৃতিকে বাঁচিয়ে রাখতে ক্যাম্পাসজুড়ে হয় অসাধারণ ফটোশুট, ড্রোন শট, এবং অনুষ্ঠানের শেষে সাদা টি-শার্টে লেখা হয় মনের কথাগুলো—ভালোবাসা, কৃতজ্ঞতা আর বিদায়ের গুঞ্জন। উপস্থিত ছিলেন: রমা…
Read More