
অনলাইন ডেস্কঃরাজনৈতিক পর্ষদের পূর্বানুমতি না নিয়েই ব্যক্তিগত সফরে কক্সবাজার যাওয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। দলের গঠনতন্ত্র ও শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে তাদেরকে ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
বুধবার (৬ আগস্ট) এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দীন সিফাত স্বাক্ষরিত পৃথক চিঠিতে এই নোটিশ জারি করা হয়।
নোটিশে উল্লেখ করা হয়, “গতকাল ৫ আগস্ট, অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে আপনি ও দলের আরও চারজন কেন্দ্রীয় নেতা কক্সবাজারে ব্যক্তিগত সফরে যান। বিষয়টি পূর্বে রাজনৈতিক পর্ষদকে অবহিত না করা শৃঙ্খলাবিরোধী কার্যক্রম হিসেবে বিবেচিত হচ্ছে।”
দলীয় সূত্রে জানা গেছে, ভ্রমণকারীদের মধ্যে দলের গুরুত্বপূর্ণ পদে থাকা নেতারাও রয়েছেন। এ ঘটনায় দলের ভেতরে অসন্তোষ ছড়িয়ে পড়েছে এবং শীর্ষপর্যায়ের কয়েকজন নেতা তাদের কর্মকাণ্ডকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে আখ্যায়িত করেছেন।
দলের কেন্দ্রীয় পর্ষদ জানিয়েছে, এ ধরনের কর্মকাণ্ড ভবিষ্যতে আর যেন না ঘটে, সে বিষয়ে কঠোর অবস্থান নেওয়া হবে।