
ডেস্কঃ
হাতিশুর গাছ তার অসাধারণ ঔষধি গুণাবলির জন্য সুপরিচিত। আয়ুর্বেদিক চিকিৎসায় এই গাছের ব্যবহার বহু প্রাচীনকাল থেকেই চলে আসছে। এ গাছের বিভিন্ন অংশ যেমন পাতা, ফুল, কাণ্ড এবং মূল ঔষধি হিসেবে ব্যবহৃত হয়।
হাতিশুর গাছের অন্যতম প্রধান ঔষধি গুণ হল এটি প্রদাহনাশক এবং ব্যথা উপশমকারী। এটি শ্বাসকষ্ট, হাঁপানি, জ্বর এবং আর্থ্রাইটিসের মত রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। গাছের পাতার রস জ্বর ও কফ নিরাময়ে ব্যবহৃত হয়। হাতিশুর গাছের মূল রস পেটের ব্যথা এবং হজমের সমস্যা সমাধানে বিশেষ কার্যকরী। এছাড়া হাতিশুর গাছের ছাল বিভিন্ন ত্বকের সমস্যার প্রতিকার হিসেবে ব্যবহার করা হয়। এটি ক্ষত নিরাময়ে এবং চর্মরোগের চিকিৎসায় সহায়ক হিসেবে কাজ করে।
আধুনিক বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে হাতিশুর গাছের মধ্যে থাকা বিভিন্ন প্রাকৃতিক উপাদান যেমন ফ্ল্যাভোনয়েডস, অ্যালকালয়েডস এবং স্টেরয়েডস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক। গাছটির বীজ এবং মূলও নানা রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় যেমন গলা ব্যথা, কোষ্ঠকাঠিন্য এবং স্নায়বিক সমস্যা। এছাড়াও
শরীরের যেকোন চর্মরোগ এলার্জি চুলকানি ভালো করতে হাতিশুড় গাছের পাতার সাথে একটা কাঁচা হলুদ দিয়ে ভেটে রস করে সেই রস চুলকানি জায়গার লাগালে নিয়ম করে ৭ দিন তাহলে সকল প্রকার এলার্জি চুলকানি চর্ম রোগ ভালো হয়।