যশোরের মণিরামপুর পৌরশহরের মোহনপুরে আকাশ হোসেন(১১) নামের এক শিশুর আত্মহত্যার ঘটনা ঘটেছে। ২৬শে এপ্রিল আনুমানিক বিকাল ৪ঃ ৩০ মিঃ এর দিকে বাড়ির ঘরের ভিতর আকাশকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত ডাঃ জানান হাসপাতালের নিয়ে আসার আগেই মারা গেছে।
মৃত শিশু আকাশ মোহনপুর গ্রামের ভ্যান চালক আলমগীর হোসেনের ছেলে। স্থানীয় রাসেদ হোসেন জানান,শিশু আকাশের বাড়িতে কেউ ছিলোনা।মাঠে ধানের জমিতে চাষ কাজ শেষে বিকালে সবাই বাড়িতে এসে তার ঝুলন্ত মরদেহ দেখতে পাই।কোন ধরনের গ্যানজাম, ফেসাদের মতো কিছুই হয়নি তবুও কেনো এমন হলো সেটাই কেউ জানেনা।
মৃত শিশুর দাদা জানান,আমি দোকানে ছিলাম খবর পেয়ে দৌড়ে চলে এসেছি।আকাশ খুবই যত্নের ছেলে।তবে ও জন্ম থেকে বুঝতে শেখা এ পর্যন্ত একটু কম বোঝে।বোধগম্য শক্তি একটু কম।
শিশু আকাশের অকাল মৃত্যুতে,মা-বাবা সহ এলাকায় সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।পানি খেতে চাওয়াকে কেন্দ্র করে বকাঝকা করা হয়েছিলো বলে জানিয়েছে আকাশের নানী।
সম্পাদক ও প্রকাশক কতৃক প্রকাশিত
ইমেইল: dailybondhonnews@gmail.com
মোবাইল : 01778268901
Copyright © 2025 দৈনিক বন্ধন. All rights reserved.