নিজস্ব প্রতিনিধিঃ
ডিবি যশোরের এসআই(নিঃ)/ শেখ আবু হাসান, এএসআই(নিঃ)/ মোঃ নাজমুল ইসলাম, এএসআই(নিঃ)/ সৈয়দ শাহীন ফরহাদ ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর অভয়নগর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা কালে ইং ০৯/০৮/ ২০২৫ খ্রিঃ তারিখ ১৩.৪০ ঘটিকায় বাগদাহ সাকিনস্থ জনৈক করিম বিশ্বাস, পিতাঃ- মৃত হাজের আলী বিশ্বাস এর বসতবাড়ির দক্ষিন দুয়ারী টিনের দোচালা খড় রাখা ঘরের মেঝেতে পুতে রাখা ড্রামের মধ্যে হতে ০৪(চার) কেজি ৫০০(পাঁচশত) গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ আসামী ১। মোঃ ইউসুফ বিশ্বাস (৩০)কে গ্রেফতার করে।
এসআই(নিঃ)/শেখ আবু হাসান বাদী হয়ে ধৃত আসামী সহ পলাতক আরও একজন আসামীর বিরুদ্ধে অভয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে এজাহার দায়ের করে।
গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ প্রক্রিয়াধীন।
আসামির নাম ও ঠিকানাঃ
১। নামঃ- মোঃ ইউসুফ বিশ্বাস(৩০)
পিতাঃ- আক্কাস বিশ্বাস
পালিত পিতাঃ- করিম বিশ্বাস
মাতাঃ- পারুল বেগম
সাংঃ- বাগদাহ
থানাঃ- অভয়নগর
জেলাঃ- যশোর।
উদ্ধারঃ
১। ০৪(চার) কেজি ৫০০(পাঁচশত) গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা যার অবৈধ মূল্য অনুমান ১,৮০,০০০/-(এক লক্ষ আশি হাজার) টাকা।
সম্পাদক ও প্রকাশক কতৃক প্রকাশিত
ইমেইল: dailybondhonnews@gmail.com
মোবাইল : 01778268901
Copyright © 2025 দৈনিক বন্ধন. All rights reserved.