ডেস্কঃ
প্রাকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি মনপুরা হচ্ছে ভোলা দ্বীপ থেকে প্রায় ৮০ কিঃ মিঃ দুরত্বে সাগরের বুকে নয়নাভিরাম দ্বীপ। মনগাজী নামে এখানকার এক লোক একদা বাঘের আক্রমণে নিহত হন। তার নামানুসারে মনপুরা নামকরণ করা হয়।
বঙ্গোপসাগরের কোল ঘেঁষে মেঘনার মোহনায় ৪টি ইউনিয়ন নিয়ে গঠিত মনপুরা উপজেলায় লক্ষাধিক লোকের বসবাস রয়েছে। মিয়া জমিরশাহ'র স্মৃতি বিজড়িত মনপুরা দ্বীপ অতি প্রাচীন। একসময় এ দ্বীপে পর্তুগীজদের আস্তানা ছিল। তারই নিদর্শন হিসেবে দেখতে পাওয়া যায় লম্বা লোমওয়ালা কুকুর।
বর্তমানে দ্বীপটি ভূমি ক্ষয়ের প্রবল ঝুকিতে রয়েছে। যা ১৯৭৩ থেকে ২০১০ পর্যন্ত করা গবেষণাগুলিতে প্রমাণ হিসেবে উঠে এসেছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ মাহমুদুল হাসান সোহাগ
ইমেইল: dailybondhonnews@gmail.com
মোবাইল : 01778268901
Copyright © 2025 দৈনিক বন্ধন. All rights reserved.